ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএলওর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১১:৪১, ২৭ নভেম্বর ২০১৯

আইএলওর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পউটিয়ানিনের সঙ্গে এক বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার সব ব্যাপারে আইএলওর সহযোগিতা প্রয়োজন এবং আইএলওর সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করা প্রয়োজন। মন্ত্রী বলেন, শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার যেসব স্ট্যান্ডার্ড অর্জন করতে যাচ্ছে তাকে সফল করার জন্য এবং আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন তা প্রতিষ্ঠার জন্য আইএলও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিগত সম্মেলনে বাংলাদেশ যেসব অঙ্গীকার করেছে এবং বাংলাদেশের ওপর যেসব দায়িত্ব দেয়া হয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলওর কোন সহযোগিতার প্রয়োজন হলে আইএলও তা দিতে প্রস্তুত আছে বলে কান্ট্রি ডিরেক্টর তাকে জানিয়েছেন। তিনি বলেন, আইএলও প্রতিনিধিদল এখন শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং আরও বিষদভাবে এসব ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। কান্ট্রি ডিরেক্টর টুমো পউটিয়ানিন আইএলও প্রতিষ্ঠার শতবছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছেন বলেও মন্ত্রী জানান। হলি আর্টিজান মামলার রায় নিয়ে আজ সংবাদ সম্মেলন ॥ আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আজ বুধবার দুপুর ১টার সময় বাংলাদেশ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হলি আর্টিজান মামলার রায় ও সড়ক পরিবহন আইনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফ করবেন।
×