ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসে নতুন দুই ভিসার আইন জারি

প্রকাশিত: ১২:২৮, ১৫ নভেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসে নতুন দুই ভিসার আইন জারি

অস্ট্রেলিয়ায় শনিবার থেকে চালু হতে যাচ্ছে দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ নিয়ে আসা নতুন দুটি ভিসা। ইতোমধ্যে নতুন এ ভিসার লিখিত আইন জারি করেছে দেশটির অভিবাসন বিভাগ। এই নতুন স্কিলড রিজওনাল প্রভিশনাল ভিসাগুলোয় দক্ষ অভিবাসীরা দেশটিতে প্রথমে অস্থায়ী ও পরে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করতে পারবেন। একইসঙ্গে ১৬ নবেম্বর থেকে বর্তমান প্রচলিত আঞ্চলিক ভিসা সাবক্লাস ৪৮৯ ও ১৮৭ বাতিল করছে অভিবাসন বিভাগ। প্রচলিত রিজওনাল ভিসার বদলে নতুন ও পরিবর্তিত আবশ্যিক শর্ত নিয়ে চালু হবে সাবক্লাস ৪৯১ ও ৪৯৪ ভিসা। আর এ দুই ভিসাধারীরা অন্তত তিন বছর আঞ্চলিক শহরের বসবাসের পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন সাবক্লাস ১৯১ স্থায়ী ভিসার জন্য। প্রতিবছর প্রায় ১৪ হাজার আবেদন গ্রহণ করার কথা রয়েছে নতুন সাবক্লাস ৪৯১ ভিসায়। -এবিসি নিউজ
×