ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ১১:৫৭, ১২ নভেম্বর ২০১৯

নান্দাইলে জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১১ নবেম্বর ॥ জমি নিয়ে বিরোধে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক কৃষক চিকিৎসধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিলে গত চারদিন ধরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। নিহত কৃষক আমিনুল ইসলাম (৫৫) উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা। রবিবার রাতে তার লাশ পুলিশ পাহারায় দাফন করা হয়েছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৭ নবেম্বর দুপুর ১টার দিকে। নিহতের ভাতিজা রাসেল আলম বলেন, বৃহস্পতিবার নয়াপাড়া গ্রামের আবুল মনসুর তাদের ৩৬ শতক জমি নিজের বলে দাবি করে চাষাবাদ করতে বারণ করে। বারণ অমান্য করে নিজের জমিতে চাষ করতে চাইলে হামলাকারীরা আমিনুলকে টেঁটা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এই অবস্থায় আহত চাচাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক হয়েছে। সোমবার সকালে এই স্বর্ণ উদ্ধার ও বহনকারী যাত্রীকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস সূত্র জানায়, আটক যাত্রীর নাম আক্তারুজ্জামান খান (৩২)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রামে এসেছিলেন। বিমানটি সকাল ১১টার দিকে অবতরণ করে। সন্দেহভাজন এই যাত্রীর আনা চার্জার লাইট চেক করে পাওয়া যায় ৭০ পিস স্বর্ণবার। এগুলো লাইটার ব্যাটারি রাখার জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×