ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আনোয়ারায় ভেস্তে গেল ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রকাশিত: ০৮:৫৯, ১২ নভেম্বর ২০১৯

আনোয়ারায় ভেস্তে গেল ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক বছরের মাথায় ভেস্তে গেল ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প। ভাঙ্গনের কবল থেকে উপকূলীয় সাঙ্গু নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ১০ কোটি ৬৫ লাখ ৬৭৯ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন হলেও এর অংশবিশেষ জোয়ারের পানিতে তলিয়ে গেছে। জানা যায়, সাঙ্গু নদীর ভাঙ্গন রোধে আনোয়ারার সবজির প্রাণকেন্দ্র ফকিরার চরে ২০১৭ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের নবেম্বরে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলেও এক বছর পার না হতেই জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায় প্রকল্পের অংশবিশেষ। এতে নতুন করে ভাঙ্গনের কবলে পড়ায় ফকিরার চর এলাকার কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা এনামুল হক নাবিদ জানান, প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে দশ কোটি টাকার প্রকল্প এক বছরের মাথায় তলিয়ে গেছে। তীররক্ষায় বাঁধ নির্মাণ কৃষকদের যে আশার আলো সঞ্চার করেছিল তা আজ স্বপ্নের মতোই লাগছে। এ বিষয়ে জানতে প্রকল্প কর্মকর্তা পানি উন্নয়নের বোর্ডের প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। দৌলতপুরে অস্ত্রসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১১ নবেম্বর ॥ দৌলতপুরে র‌্যাব অভিযান চালিয়ে ৯টি অস্ত্র, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ কাফিরুল ইসলাম নামে শীর্ষ এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে। শনিবার রাতে উপজেলার তারাগুনিয়া থানা মোড় থেকে তাকে আটক করা হয়। আটক অস্ত্র বিক্রেতা পাশর্^বর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের আব্দুস শুকুরের ছেলে। দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানামোড় সংলগ্ন পল্লী বিদ্যুত অফিসের সামনে অভিযান চালায়। এ সময় অস্ত্র বিক্রেতা কাফিরুল ইসলামকে অস্ত্রভর্তি ব্যাগসহ আটক করা হয়। পরে ব্যাগে তল্লাশি করে ২টি বিদেশী পিস্তুল, ৬টি ওয়ান শুটার গান, ১টি ওয়ান শুটারসদৃশ কাটা রাইফেল, ৪টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়। রাতেই র‌্যাব অস্ত্র ব্যবসায়ীকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে।
×