ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুচ্ছ ঘটনার জের ধরে বন্ধুর হাতে খুন

প্রকাশিত: ১০:১২, ৮ নভেম্বর ২০১৯

 তুচ্ছ ঘটনার জের ধরে বন্ধুর হাতে খুন

স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনার জের ধরে নিজ বন্ধুর হাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী। এদিকে মহাখালী ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরেক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে নিজ বন্ধুর হাতে খুন হয়েছেন আবিদ হাসান রূপক (২৩) নামে এক ব্যবসায়ী। ঘটনার পর পুলিশ খুনের সঙ্গে জড়িত নিহতের বন্ধু মোঃ জাহিদুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে। নিহতের বড় ভাই মুন্না জানান, পরিবারের সঙ্গে স্থানীয় হাজারীবাগ গজমহল এলাকায় থাকত রূপক। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছোট ভাই মাশফিকে সঙ্গে নিয়ে রূপক ওষুধ কিনতে যান। এ সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা সাহিদ উদ্দিন জানান, নিজ ভাইয়ের সঙ্গে চামড়ার ব্যবসা করত রূপক। বুধবার রাত সাড়ে ১১টার দিকে আবিদকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে বাসার গলির সামনে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় এক যুবক। হাজারীবাগ থানার ওসি মোঃ ইকরাম আলী মিয়া জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ গজমহলে আবিদ হোসেন রূপক নামের এক যুবক খুন হওয়ার পর তার বন্ধু জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, প্রায় ২ বছর আগে থেকে নিহত রূপক ও গ্রেফতারকৃত জাহিদুল বন্ধু হিসেবে ছিল। রূপক খুন হওয়ার ৬-৭ দিন আগে জাহিদুল তার বন্ধু রূপককে একটি মুঠোফোন বিক্রির জন্য দেন। মুঠোফোন বিক্রির টাকা না পেয়ে রূপককে তাগাদা দেয় তার বন্ধু জাহিদুল। ওসি জানান, ঘটনার ২-৩ দিন ঘটনার শিকার রূপক তার বন্ধু জাহিদুলের সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়। এমনকি মুঠোফোনে কথা বলাও বন্ধ করে দেয়। এরই জের ধরে ঘটনার রাত ১১টার দিকে জাহিদুল ভিকটিমের বাসার ছোট গলির মধ্যে অবস্থান করে রূপককে খুঁজতে থাকে। এ সময় রূপক তার ছোট ভাই মাশফিকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়। এক পর্যায়ে জাহিদুল পকেট থেকে ছুরি বের করে রূপকের বুক, পেট ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। রূপকের চিৎকারে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝাউচর লাইফ এ্যান্ড কেয়ার হসপিটাল ও পরবর্তীতে ঢামেক হাসপাতালে নিলে ডাক্তার রূপককে মৃত ঘোষণা করে। ঘটনার পর পরই বৃহস্পতিবার ভোর রাতে বালুর মাঠ এলাকা থেকে নিহতের বন্ধু খুনী জাহিদুলকে গ্রেফতার করা হয়।
×