ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বান্ধবীকে ফুল দেয়া নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৯:১৫, ৬ নভেম্বর ২০১৯

বান্ধবীকে ফুল দেয়া নিয়ে সংঘর্ষে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ নবেম্বর ॥ বোয়ালমারীতে বান্ধবীকে ফুল দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওয়াজ মাহফিলের মধ্যে বান্ধবীকে ফুল দেয়াকে কেন্দ্র করে ইছাখালী ও কান্দাকুল গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে রাত আটটার দিকে বোয়ালমারী থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ইছাখালী গ্রামের মোঃ সাইদ শেখ (১৫), রুবেল শেখ (২০) ও রবিন শেখকে (১৬) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনার বিবরণ দিয়ে ময়না ইউনিয়ন পরিষদের সদস্য কান্দাকুল গ্রামের মোঃ আক্তার হোসেন বলেন, বেলজানী খেয়াঘাটে সোমবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল স্থানে ফুচকা ও চানাচুরের দোকানের সামনে ইছাখালী গ্রামের রুবেল শেখ (২০) ওয়াজ শুনতে আসা তার এক বান্ধবীকে ফুল দেয়। এ সময় কান্দাকুল গ্রামের সজল শেখ (২২) ওই ছেলেকে ফুল দিতে বাধা দেয়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ওয়াজ মাহফিলে থাকা দুই গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×