ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঘায় এসে চোরাই ট্রাকসহ ধরা খেল পাবনার ডাকাত

প্রকাশিত: ০৮:৫৯, ৫ নভেম্বর ২০১৯

বাঘায় এসে চোরাই ট্রাকসহ ধরা খেল পাবনার ডাকাত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় এসে ধরা খেয়েছে পাবনার শীর্ষ ডাকাত। সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তার এক আত্মীয় পরিচয়ধারীর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার এ ডাকাতের নাম রোকন মোল্লা। সে ফরিদপুর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৮ মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। রোকনের বাড়ি পাবনার ফরিদপুর থানার ন্যাচরা শিববাড়ী গ্রামে। তার পিতার নাম রহমত মোল্লা বলে জানা গেছে। পুলিশ জানায়, গত চারদিন ধরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের স্থানীয় সাজানের বাড়ির সামনে নম্বরের একটি ট্রাক রেখে ওই বাড়িতে অবস্থান করছিল। সাজানের ধর্ম আত্মীয় পরিচয়ধারী ড্রাইভার রোকন মোল্লা। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা স্থানীয় এক সাংবাদিককে জানায়। এরপর ওই সাংবাদিক পুলিশকে বিষয়টি অবগত করলে ঘটনাস্থল থেকে চোরাই ট্রাক সন্দেহে ড্রাইভার রোকন মোল্লাকে থানায় আটক করে। এদিকে ট্রাকসহ ড্রাইভার রোকনকে থানায় জিঙ্গাসাবাদের তার কথায় অসঙ্গতি দেখে বাঘা থানার ওসি ইনচার্জ নজরুল ইসলাম ফরিদপুর থানায় ফোন করেন। এরপর সেখান থেকে বেরিয়ে আসে রোকন মোল্লার তথ্য। বাঘা থানা ওসি নজরুল ইসলাম জানান, ট্রাকসহ আটক রোকন মোল্লা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
×