ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশানে ওয়্যার হাউস থেকে অবৈধ বিদেশী মদ ও ফেনসিডিল জব্দ

প্রকাশিত: ০৯:৩৫, ২৬ অক্টোবর ২০১৯

 গুলশানে ওয়্যার হাউস থেকে অবৈধ বিদেশী মদ ও  ফেনসিডিল জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশান-২ এর ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউস লিমিটেড- এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে ওয়্যার হাউসটি সিলগালা করা হয়। বৃহস্পতিবার রাতে অভিযান শেষে এসব তথ্য জানান র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম। জানা যায়, রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের ২৩ নম্বর ভবনের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউস লিমিটেডে এই অভিযান চালানো হয়। অভিযানে ৩৮৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ, ৮৫ বোতল ফেনসিডিল ও নগদ ৭ লাখ টাকা জব্দ করে র‌্যাব। এই অভিযানটি র‌্যাব এবং ঢাকা কাস্টমস বন্ড যৌথভাবে পরিচালনা করে। এ সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারোয়ার আলম বলেন, গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউস থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে মদের বোতল সরবরাহ করা হতো।
×