ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যুবলীগ পরিচয়দানকারী ৫ চাঁদাবাজ গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩১, ২৬ অক্টোবর ২০১৯

 চট্টগ্রামে যুবলীগ পরিচয়দানকারী  ৫ চাঁদাবাজ  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫ চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থান করা দুই শিবির ক্যাডার ও এক যুবলীগ ক্যাডারের অনুসারী হিসেবে তারা চট্টগ্রামে চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো রুহুল আমিন, তুহিন, সুজন, জাবেদ ওরফে ভাগিনা জাবেদ এবং রনি। তারা নিজেদের যুবলীগের কর্মী পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, এ পাঁচজনের সঙ্গে কাতারে অবস্থানকারী দুর্ধর্ষ শিবির ক্যাডার সরোয়ার ও ম্যাক্সন এবং যুবলীগ ক্যাডার একরামের যোগসাজশ রয়েছে। পুলিশ জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থান করলেও দুই শিবির ও এক যুবলীগ ক্যাডারের অনুসারী হিসেবে তারা বায়েজিদ বোস্তামী, আকবর শাহ, অক্সিজেন ও মুরাদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল। চাঁদার ভাগ যায় কাতারে। বিভিন্ন সময়ে তারা ব্যবসায়ীদের টার্গেট করে অর্থ আদায় করত। থানায় লিখিতভাবে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চাঁদাবাজদের পাকড়াও করার চেষ্টা চালায়। একপর্যায়ে যুবলীগ পরিচয়দানকারী এ পাঁচজনকে আটক করা সম্ভব হয়।
×