ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারুহিতোর আনুষ্ঠানিক সিংহাসনে আরোহণ, জাপানজুড়ে আনন্দ

প্রকাশিত: ০৯:১৭, ২৩ অক্টোবর ২০১৯

নারুহিতোর আনুষ্ঠানিক সিংহাসনে আরোহণ, জাপানজুড়ে আনন্দ

জাপানের সাবেক সম্রাট ৮৫ বছর বয়সী আকিহিতো গত এপ্রিলে শারীরিক অক্ষমতার কারণে সিংহাসন ত্যাগ করেন। এর একদিন পর ১ মে সাবেক যুবরাজ নারুহিতো স¤্রাট হিসেবে দায়িত্ব নেন। সাধারণত জাপানের সম্রাটরা আমৃত্যু দায়িত্ব পালন করে থাকেন। তবে আকিহিতোকে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেয়ার অনুমতি দিতে পার্লামেন্ট একটি আইন পাস করে। গত ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম স¤্রাট যিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিলেন। যদিও নারুহিতো গত ছয় মাস স¤্রাট হিসেবে দায়িত্ব পালন করছেন তবুও তার সিংহাসনে আরোহণ আনুষ্ঠানিক হবে না যতক্ষণ না তিনি একগুচ্ছ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী রাজ্যাভিষেক অনুষ্ঠান। টাইম। নারুহিতোর রাজ্যাভিষেকের মূল অনুষ্ঠান হয় মঙ্গলবার টোকিওর রাজ প্রাসাদে যখন সম্রাট তাকামিকুরা সিংহাসনে আরোহণ করেন যেটি ২০ ফুটেরও বেশি উচ্চতায় বসানো। শুধুমাত্র স¤্রাটদের বিশেষ অনুষ্ঠানের জন্য তৈরি করা হয় এমন কালো কমলা রংয়ের পোশাক পরিহিত নারুহিতো সংক্ষিপ্ত বক্তৃতায় তার রাজ্যাভিষেকের ঘোষণা দেন। তার স্ত্রী স¤্রাজ্ঞী মাসাকো মূল সিংহাসন সংলগ্ন আরেকটি সিংহাসনে বসেন। প্রাচীন তরবাবির মতো দেখতে একটি রাজদ- ও একটি মনিমুক্তাখচিত মুকুট অনুষ্ঠানে স্থান পায়। স¤্রাটের বক্তৃতার পর প্রধানমন্ত্রী শিনজো আবে তাকে অভিনন্দন জানান এবং অনুষ্ঠানে আগত প্রধান অথিতিরা তার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান। প্রায় ২০০০ হাজার মানুষ অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদসহ বিশ্ব নেতারা তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। সাম্প্রতিক টাইফুন হাজিবিসের আঘাতের কারণে টোকিওর রাস্তা দিয়ে স¤্রাট ও স¤্রাজ্ঞীর রাজকীয় প্যারেড নবেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রাজ্যাভিষেক উপলক্ষে মঙ্গলবার জাপানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দেশটির মানুষের মধ্যে এদিন ব্যপক আনন্দ বিরাজ করে। নারুহিতো ১৯৬০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি আকিহিতোর জৈষ্ঠ্য পুত্র। তিনিই জাপানী রাজপরিবারের প্রথম সদস্য যিনি বিদেশে (লন্ডন) লেখাপড়া করেছেন। তিনি পর্বতারোহণ, জগিং, টেনিস, স্কিয়িং এবং ভায়োলা খেলতে ভালবাসেন। জাপানেই সবচেয়ে পুরনো বংশগত রাজতন্ত্র বিরাজ করছে বলে ধারণা করা হয়।
×