ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে নাট্যবিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ অক্টোবর ২০১৯

টঙ্গীতে নাট্যবিষয়ক সেমিনার

সংস্কৃতি ডেস্ক ॥ গাজীপুরের টঙ্গীতে শুক্রবার সকাল ১০টায় টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের নাট্যবিষয়ক নন্দনতত্ত্ব বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। স্থানীয় কলেজ গেট এলাকার এনএফসি চাইনিজ রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন। এতে মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ ও শিল্প সমালোচক ড. রতন সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জল লস্করের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সভাপতি মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গীর সভাপতি নিজাম উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট শওকত আলী, টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোস্তাফা হুমায়ুন হিমু, টঙ্গী প্রেসক্লাব সভাপতি এম এ হায়দার সরকার, মূলধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি প্রদীপ অধিকারী, শিক্ষক, শ্রমিক নেতা আ স ম জাকারিয়া, টঙ্গী সাহিত্য পরিষদের সদস্য সচিব আজিজ টিপু, টঙ্গী কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, নাট্যকার আব্দুল মান্নান, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আতিক মুসাফির, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাজিব, তথ্য ও গণযোগাযোগ সম্পাদক অমল কৃষ্ণ রায়, আবৃত্তি শিল্পী মেহেরুনেছা সীমা প্রমুখ। টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ আয়োজিত প্রতি মাসে নাট্য বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হবে।
×