ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কমেছে গ্যাস সরবরাহের গতি

প্রকাশিত: ০৯:২৯, ১৩ অক্টোবর ২০১৯

রাজশাহীতে কমেছে গ্যাস সরবরাহের গতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলায় গ্যাস সঞ্চালন লাইনে ফুটো হয়ে গত কয়েকদিন ধরে সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পক্ষ থেকে সেখানে পাহারা বাসানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে গ্যাসের চাপ কমিয়ে দেয়া হয়েছে। ফলে রাজশাহী নগরীতে গ্যাস সরবরাহ কমেছে। এদিকে অগ্নিসংযোগের আশঙ্কায় আশপাশের গাছপালা ও জঙ্গল কেটে পরিষ্কার করা হয়েছে। পুঠিয়া উপজেলার মাড়িয়া গ্রামের ভেতর দিয়ে সিরাজগঞ্জ থেকে এ সঞ্চালন লাইন রাজশাহী শহরে নিয়ে আসা হয়েছে। গত বুধবার মাড়িয়া গ্রামের একজন গৃহবধূ প্রথম এই গ্যাস বের হতে দেখে গ্রামের লোকজনকে জানান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে জিটিসিএলের একজন কর্মচারী পাহারায় বসে রয়েছেন। পাশের আমগাছের নিচে দুখানা চেয়ার পাতা রয়েছে। সেখানে বসেই রাত-দিন ধরে পাহারা দেয়া হচ্ছে। গ্রামের ভুলু নামে একজন যুবক বলেন, পাশের বাড়ির একজন মহিলা প্রথম গ্যাস বের হতে দেখে তাকে ডাক দেন। তিনি এসে দেখেন মাটির ভেতর থেকে গ্যাস বের হচ্ছে। তার গন্ধ পাওয়া যাচ্ছে। জায়গাটায় ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। সেখানে এলাকার আরও লোকজন জড়ো হয়। এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা আসেন। কোম্পানির লোকজনও আসেন। টিজিসিএলের রাজশাহীর সহকারী ব্যবস্থাপক একেএম আনিসুজ্জামান কবে নাগাদ এই ফুটো বন্ধ করা যাবে তার কোন তথ্য দিতে পারেননি। তিনি বলেন, এ জন্য ঠিকাদার নিয়োগ করতে হবে। তারপরে লাইন মেরামত করা যাবে। কবে নাগাদ সেটি হবে তিনি বলতে পারেননি। তবে তিনি বলেন, চাপ কমিয়ে দেয়ার কারণে আর গ্যাস প্রায় বের হচ্ছে না। এটা থেকে আর বিপদের কোন আশঙ্কা নেই।
×