ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজী আনিস বহিষ্কার

যুবলীগ প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন না ওমর ফারুক

প্রকাশিত: ১০:৫৪, ১২ অক্টোবর ২০১৯

 যুবলীগ প্রেসিডিয়াম সভায় উপস্থিত  ছিলেন না ওমর ফারুক

বিশেষ প্রতিনিধি ॥ সংগঠনের সার্বিক পরিস্থিতি ও সপ্তম জাতীয় সম্মেলন সামনে রেখে প্রেসিডিয়ামের বৈঠক করেছে কেন্দ্রীয় যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বৈঠকে না থাকলেও শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে দুর্নীতির অভিযোগে আলোচিত ও বিতর্কিত যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যুবলীগ চেয়ারম্যান অনুপস্থিত থাকলেও সংগঠনের নেতারা বলছেন, চেয়ারম্যানের অনুমতি নিয়েই এই বৈঠকটি হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বৈঠক শেষে একাধিক প্রেসিডিয়াম সদস্য সাংবাদিকদের জানান, প্রেসিডিয়ামের সভায় সর্বসম্মতিক্রমে কাজী আনিসকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। সম্মেলনকে সামনে রেখে কাজী আনিসুর রহমানের পরিবর্তে অন্য কাউকে দফতর সম্পাদকের দায়িত্ব দেয়া হবে। সভা শেষে যুবলীগের দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকাসহ বিভিন্ন অনৈতিক কাজে সংশ্লিষ্টতার জন্য যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, আরও যাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র জানায়, শুক্রবারের বৈঠকে যুবলীগের প্রেসিডিয়ামের ২৯ সদস্যের মধ্যে ১৯ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে যুবলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে সম্মেলনের তারিখ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে একমত পোষণ করেন প্রেসিডিয়াম সদস্যরা। উল্লেখ্য, যুবলীগের পিয়ন থেকে দফতর সম্পাদক হওয়া কাজী আনিস অভিযান শুরুর পর থেকেই আত্মগোপনে রয়েছে। প্রেসিডিয়াম বৈঠকে চেয়ারম্যানের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতারা জানান, চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর অনুমতি এবং নির্দেশেই এই সভা হয়েছে। তবে তিনি কেন আসেননি সে বিষয়টি জানা নেই। হয়ত অসুস্থতার কারণেও না আসতে পারে। যুবলীগের চেয়ারম্যান কে হচ্ছেন এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে দু’জন প্রেসিডিয়াম সদস্য জানান, যুবলীগের চেয়ারম্যান পদের বিষয়ে একমাত্র সিদ্ধান্ত দেয়ার অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যুবলীগের চেয়ারম্যানের পদটার মালিক কিন্তু আমরা না, পদ দেয়ার মালিক যিনি, তিনিই বিষয়টি বলতে পারবেন। আর বাকি যাদের বিষয়ে অভিযোগ রয়েছে, তাদের বিষয়েও তদন্ত করে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ২৩ নবেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাফ হোসেন বাচ্চু, সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবি এম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, মোখলেছুজ্জামান হিরু, শেখ আতিয়ার রহমান দিপু প্রমুখ।
×