ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বিষাক্ত ছত্রাকের খোঁজ

প্রকাশিত: ১২:১৩, ৪ অক্টোবর ২০১৯

সবচেয়ে বিষাক্ত ছত্রাকের খোঁজ

অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বিষাক্ত ছত্রাকের খোঁজ মিলেছে। দেশটির উত্তরাঞ্চলীয় ক্রেইন্স শহরের উপকণ্ঠে ছত্রাকটির দেখা মিলেছে। জাপান ও কোরিয়ার পাহাড়ী এলাকায় মূলত লাল রঙের এই ছত্রাকের আদি নিবাস। স্থানীয় এক চিত্র সাংবাদিকের ক্যামেরায় সম্প্রতি ছত্রাকটি ধরা পড়ে। জেমস কুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এটিকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত ছত্রাক হিসেবে চিহ্নিত করে। খবর এএফপির। জাপান ও কোরিয়ার অনেক মানুষ মাশরুম মনে করে এই জাতীয় ছত্রাক খেয়ে মারা গেছে। দেশ দুটিতে ভেষজ ওষুধ হিসেবে ছত্রাক খাওয়ার রীতি আছে। অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়ের ছত্রাক বিজ্ঞানী ম্যাট ব্যারেট বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে এ জাতীয় ছত্রাকের খোঁজ পাওয়া নাটকীয় ঘটনা। তিনি বলেন, এই ছত্রাকের বিষ শরীরের চামড়ার ওপর বোঝা যায়। এছাড়া এই ছত্রাক খেলে বমি, ডায়রিয়া, জ্বর ও অসারতা দেখা দেয়। তিনি আরো বলেন, এই ছত্রাক খাওয়ার ফলে একসঙ্গে শরীরের অনেক অঙ্গ অকেজো হয়ে যায় এবং মস্তিষ্ক বিকল হয়ে মানুষের মৃত্যু হতে পারে।
×