ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিত: ০৯:২৭, ২ অক্টোবর ২০১৯

আপত্তিকর অবস্থায় আটক পুলিশ সদস্য ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ অক্টোবর ॥ গোপন অভিসারে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চাটমোহর থানা পুলিশের কনস্টেবল মোঃ ফিরোজ আলী। সোমবার রাতে চাটমোহর পৌর সদরের দোলং মহল্লার সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। জানা গেছে, ওই এলাকার সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর সঙ্গে চাটমোহর থানার পুলিশ কনস্টেবল মোঃ ফিরোজ আলীর দীর্ঘদিনের পরকীয়া চলে আসছিল। সোমবার রাতে ফিরোজ আলী ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে। স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে আপত্তিকর অবস্থায় তাদের দু’জনকে আটক করে। চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজকে উদ্ধার করে। এরপর ফিরোজ আলীকে তাৎক্ষণিক পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়। টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া শীলখালী এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ যথাক্রমে এসআই সুজিত দে, এএসআই কাজী সাইফ ও কনেস্টবল সেকান্দার আলী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ইয়াবা। নিহত যুবকরা হচ্ছে বাহারছড়া শীলখালী এলাকার অলি চাঁদের পুত্র আমিন ও টেকনাফ সদর ইউনিয়ন মৌলবি পাড়ার নূর মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন। সোমবার মধ্যরাতে বাহারছড়ার শীলখালী মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে উত্তর শিলখালীর পাহাড়ের পাদদেশে অস্ত্র এবং ইয়াবা মজুদ রয়েছে। পরে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়। ভূঞাপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১ অক্টোবর ॥ ভূঞাপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে লাল খাঁর(৫০) মৃত্যু ঘটেছে। আহত হয়েছে আরও ৪ জন। নিহত উপজেলার তাড়াই গ্রামের কুরবান খাঁ’র ছেলে। জানা গেছে, মঙ্গলবার বেল ১১টার দিকে যমুনা নদীর ভাঙনের কারণে বাড়ির টিনের ঘরের বেড়া সরাচ্ছিল লালা খাঁসহ আরও ৪ জন। এ সময় ঘরের ওপরে থাকা বিদ্যুতের তারের সঙ্গে টিনের স্পর্শ লাগলে বিদ্যুতপৃষ্ট হয়।
×