ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রিয়তা যাচাইয়ে সিটি নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি জাতীয় পার্টির

প্রকাশিত: ০৯:৫৭, ২১ সেপ্টেম্বর ২০১৯

 জনপ্রিয়তা যাচাইয়ে সিটি নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি জাতীয় পার্টির

রাজন ভট্টাচার্য ॥ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি বিরোধী দল জাতীয় পার্টিতেও অংশগ্রহণের প্রস্তুতি চলছে। শুরু হয়েছে প্রার্থী বাছাই প্রক্রিয়া। নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে আসন্ন তিন সিটি নির্বাচনের মধ্যে অন্তত একটিতে জয় ঘরে তুলতে চায় এরশাদের দল। ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরে হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকম-লীর সভা শেষে তিনি এ কথা জানান। তবে ইসি সূত্র বলছে, আগামী বছরের মার্চে ১২ সিটির মধ্যে তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য কমিশনের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। জাপার শীর্ষ নেতারা জানিয়েছেন, সিটি নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড ও ইউনিট কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বিগত ডিসিসি নির্বাচনেও অংশ নিয়েছিলেন। তবে, তখন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দক্ষিণে একজন প্রার্থীর নাম শোনা গেলেও উত্তরে একাধিক প্রার্থী জাপা থেকে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তারা হলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর উত্তর জাপার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু, পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় এবং সঙ্গীত শিল্পী সাফিন আহমেদ। উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী মাঝে সেন্টু ও জয়কে মাঠে দেখা গেলেও সঙ্গীত শিল্পী সাফিনকে পার্টির কোন কর্মসূচী বা কর্মকান্ডে চোখে পড়ে না। গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উত্তর সিটির উপ-নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করলেও আশানুরূপ ভোট পাননি তিনি। ঢাকা মহানগর দক্ষিণে জাপার সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা। ঢাকা মহানগরীতে বিভিন্নস্থানে সারাবছরই বড় আকারের পোস্টার লাগিয়ে ব্যাপক আলোচিত-সমালোচিত হোন তিনি। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে হাজী মিলন বলেন, পার্টির নেতাকর্মী ও এলাকাবাসী নির্বাচন করার জন্য আমাকে অনুরোধ করছে। তাদের আগ্রহের কারণেই আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা রয়েছে। পার্টির চেয়ারম্যানসহ সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার সম্ভাব্য মেয়র প্রার্থী সফিকুল ইসলাম সেন্টু নির্বাচিত কাউন্সিলর। তার নিজস্ব কিছু ভোট ব্যাংক রয়েছে। এছাড়া তিনি পার্টির নগর উত্তরের সাধারণ সম্পাদক হওয়ায় পুরো উত্তর সিটিতেই তার পদচারণা রয়েছে। পার্টি থেকে অপর মনোনয়ন প্রত্যাশী পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বনানীর স্থানীয় বাসিন্দা। তরুণ এ ব্যবসায়ী। পার্টির তরুণ ও তৃণমূল নেতাকর্মীরা চাচ্ছেন জয় উত্তর থেকে মেয়র নির্বাচন করুক। গত কয়েকমাসে তিনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে কয়েক হাজার নেতাকর্মীকে জাতীয় পার্টিতে যোগদান করান। এ বিষয়ে জয় বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে জাপার প্রতিষ্ঠাতা এরশাদের ব্যাপক জনপ্রিয়তা আছে। পার্টিও ঐক্যবদ্ধ।
×