ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ১১:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সংবাদদাতা, রাজবাড়ী, ১৬ সেপ্টেম্বর ॥ রাজবাড়ী সদর থানার চন্দনী ইউনিয়নে পুলিশের সঙ্গে রবিবার রাতে বন্দুকযুদ্ধে আব্দুর রহিম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। তার বাড়ি সদর থানার আলীপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে। তার পিতার নাম হাসমত আলী। রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, রবিবার বিকেলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে নিয়ে রাত সাড়ে ৩টার দিকে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী নামক স্থানে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় তার সহযোগীদের ছোড়া গুলিতে আব্দুর রহিম গুরুতর আহত হলে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শূটারগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে। ভোলায় জেলেদের দুগ্রুপের সংঘর্ষে আহত জেলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ সেপ্টেম্বর ॥ মেঘনা নদীতে জাল পাতা নিয়ে জেলেদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে সোমবার ভোরে আবুল বাশার (৩৫) নামে এক জেলে নিহত হয়েছে। নিহত আবুল বাশার সদর রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, রবিবার ভোরে তুলাতুলি এলাকার মেঘনা নদীতে আবুল বাশার ও তার সঙ্গীসহ ৫/৬ জেলে জাল পাতলে মাকসুদসহ তার সহযোগী ৮/৯ জেলে জাল উঠিয়ে নিতে বলে। এ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাধে। এতে আবুল বাশারসহ উভয় পক্ষের ৪/৫ জন জেলে আহত হন। এদের মধ্যে আবুল বাশারকে হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান আসামি ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের বাসিন্দা মাকসুদকে পুলিশ আটক করে। তাকে দুপুরে ইলিশা থেকে মোটরসাইকেলযোগে থানায় আনার পথে বৃষ্টির জন্য বাপ্তা পাইলট এলাকায় যখন দাঁড়ায়। তখন সে পালিয়ে যায় বলে নিশ্চিত করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কয়সার।
×