ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নগর পরিচ্ছন্নতায় বিশেষ নজর দিন

প্রকাশিত: ১১:২০, ১৫ সেপ্টেম্বর ২০১৯

নগর পরিচ্ছন্নতায় বিশেষ নজর দিন

স্টাফ রিপোর্টার ॥ সমাজ সেবার পাশাপাশি এবার নগর পরিচ্ছন্নতায় বিশেষ নজর দেয়ার জন্য ব্যাংকারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি। শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। একইসঙ্গে দখল হওয়া ঢাকার অনেক খাল ও লেকগুলো দখলদারদের কবল থেকে উচ্ছেদ করে হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা যায় কি না তার পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বক্তব্য প্রদান করেন। মন্ত্রী ব্যাংকারদের বলেন, আপনারা সেবা খাতের জন্য রাখা সিএসআর ফান্ড ব্যবহার করে সমাজের অনেক উন্নয়ন সাধন করেন। এবার বর্জ্য ব্যবস্থাপনা সময় দেয়া উচিত। তবে নিজের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নিজেরই করতে হবে। একসময় বাংলাদেশ অনেক দরিদ্র ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা কর্মকা-ের মাধ্যমে তা থেকে উত্তরণ ঘটছে। বাংলাদেশকে এখন দরিদ্র দেশ নয়, কিছুটা অপরিষ্কার দেশই মনে করে। এ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এজন্য ব্যাংকারদের দেশের সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করতে ও বিশেষ সহায়তা করার জন্য তিনি আহ্বান জানান। এলজিআরডি মন্ত্রী বলেন, বিভিন্ন কারণে রাজধানীর দখল, দূষণ ও ভরাট হয়েছে। এগুলোকে উদ্ধার করতে হবে। এসব খাল পরিষ্কার করতে হবে। এরপর খাল ও লেকগুলো থেকে দখলদারদের উচ্ছেদ করে রাজধানীর প্রাণ হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট কিভাবে চালু করা যায় এ বিষয়ে আমাদের ভাবতে হবে। তিনি বলেন, ওয়াটার ট্রান্সপোর্ট ব্যবস্থা চালু হলে নাগরিকের সময় ও অর্থ খরচ কমে আসবে। একইসঙ্গে সড়কে ট্রাফিকের ওপরও চাপ কমবে। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সঙ্গে বিল কালেকশনের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
×