ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘ্রাণেই অর্ধভোজন!

প্রকাশিত: ১১:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

ঘ্রাণেই অর্ধভোজন!

ডেনমার্কের নাগরিক ডিক ভ্যান ডাইন বেড়াতে গিয়েছেন অস্ট্রিয়ায়। রাজধানী ভিয়েনায় তিনি এমন কিছু ছবি তুলেছেন যা দেখে ইন্টারনেট দুনিয়ায় ঝড় উঠেছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কাঠবিড়ালী মগ্ন হয়ে একটি ডেইজি ফুলের ঘ্রাণ নিচ্ছে। একেই বলে ‘ঘ্রাণেই অর্ধভোজন’। কেননা ছোট জীবটির উদ্দেশ্য খুবই স্পষ্ট। ফুলটি ঠিক খাওয়ার যোগ্য কি না, সেই তথ্যটুকুই পরখ করে নেয়া। নিবিড়ভাবে শুঁকে চাখার সেই মুহূর্তটিই ধরা পড়েছে ডিকের ক্যামেরায়। তার উদ্দেশ্য ছিল, ঘুরে ঘুরে কাঠবিড়ালী, অর্থাৎ ‘গ্রাউন্ড স্কুইরেল’-এর ছবি তুলবেন। সেজন্য ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন। শেষ পর্যন্ত একটি কাঠবিড়ালীর এমন মুহূর্তের ছবি তুলতে পেরেছেন যে সেটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছে। গত সাত বছর ধরেই তিনি ছবি তুলছেন। যেমন আরও অনেকেই তোলেন। তাতে বিশেষ সুনাম অর্জন করতে পারেননি। এই একটি ছবিই তার জীবনকে বদলে দিল। তাতে অবশ্য খুশিই হয়েছেন আলোকচিত্রী। জানিয়েছেন, দুই ঘণ্টা বসেছিলাম ছবিগুলো তোলার জন্য। দুই শ’র বেশি শট নিয়েছি, তবে শেষ পর্যন্ত যে এ রকম কিছু ছবি তুলতে পেরেছি, তা ভেবেই ভাল লাগছে। -ইন্ডিয়া টাইমস
×