ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রকাশিত: ১১:৪৩, ২৭ আগস্ট ২০১৯

 সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইমরান খানের নতুন কৃচ্ছ্র নীতি পাকিস্তানের ইমরান খানের সরকার বর্তমান অর্থবছরের জন্য এক কৃচ্ছ্র কর্মসূচী গ্রহণ করেছে। সরকার চাকরির নতুন পদ সৃষ্টি, সকল ধরনের ক্রয় নিষিদ্ধ, জনউপযোগ ব্যয় যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা, একটিমাত্র সংবাদপত্র রাখা ও অন্যান্য ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানী সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, আইএমএফ কর্মসূচীর অধীন ক্রমবর্ধমান বাজেট ঘাটতি তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকারের জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। -আইএএনএস রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে চীন মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইংয়ের সঙ্গে রবিবার বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চেন হাই। তিনি সেনপ্রধানকে আশ্বস্ত করে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে থাকবে বেইজিং। রোহিঙ্গাদের গণহত্যাসহ আরও অনেক অভিযোগে চাপের মুখে রয়েছে মিয়ানমার সেনাবাহিনী। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপে মিয়ানমার কিছু মানুষকে ফিরিয়ে নিতে সম্মত হলেও শুক্রবার বাংলাদেশ থেকে দ্বিতীয় দফায় রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা ব্যর্থ হয়। -ইরাবতী নিউজ আমাজনে বিমান বিধ্বস্তে নিহত ৪ আরোহী দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমাজন অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের চার আরোহীর সবাই নিহত হন। শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটি জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি সিসেনা এয়ারক্রাফটের সিসেনা-১৮২ বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটিতে পাইলট ও তিন আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কোন কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইকুয়েডরের আমাজন অঞ্চলের মোরোনা স্যান্টিয়াগো ও জামোরা চিনচিপে সীমান্তের কাছে শুক্রবার বিমানটি বিধ্বস্ত হয়। -এএফপি
×