ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিষ্টির দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:২৯, ২৬ আগস্ট ২০১৯

 মিষ্টির দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ প্যাকেটের ওজনের সঙ্গে মিষ্টির ওজন যোগ দেয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ক্রেতাদের অভিযোগ- আট শ’ গ্রাম দই হয়ে যাচ্ছে এক কেজি। টাটকা বলে বিক্রি করছে মেয়াদোত্তীর্ণ মিষ্টি, রসগোলা ও চমচম। এভাবে অভিনব কায়দায় প্রতিদিনই ক্রেতাদের ঠকাচ্ছে রাজধানীর বিভিন্ন মিষ্টান্ন প্রতিষ্ঠান। শনিবার রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এ প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে অধিদফতর। অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায়। তারা জানান- মগবাজার এলাকায় রবিবার অভিযান চালানো হয়।
×