ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে দিনদুপুরে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ০৯:০৩, ২৬ আগস্ট ২০১৯

 মির্জাপুরে দিনদুপুরে  ২৬ লাখ ৪০ হাজার  টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৫ আগস্ট ॥ মির্জাপুরে দিনদুপুরে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরসংলগ্ন গার্লস স্কুলের সামনে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গুলি ছুড়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ জানায়, মির্জাপুর উপজেলাসংলগ্ন অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের অফিস থেকে সকাল ১০টার দিকে একাউন্টস অফিসার আব্দুল মতিন সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুইটি মোটরসাইকেলে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে যান। গার্লস স্কুলের কাছে পৌঁছামাত্র কালো রংঙের চারটি পালসার মোটরসাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা আট ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় টোব্যাকো কোম্পানির ওই তিন কর্মকর্তার সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে। পরে ছিনতাইকারীরা ব্যাগে থাকা ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে পৌরসভা ভবনের সামনে দিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা সবাই মাস্ক পরা ছিল বলে সুপারভাইজার কাজী আসাদুল হক জানিয়েছেন।
×