ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অদূর ভবিষ্যতে মন্দার আশঙ্কা নেই ॥ ট্রাম্পের উপদেষ্টা

প্রকাশিত: ০৯:২৮, ২০ আগস্ট ২০১৯

অদূর ভবিষ্যতে মন্দার আশঙ্কা নেই ॥ ট্রাম্পের উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি চীন ও মেক্সিকোর মতো দেশগুলোর বিরুদ্ধে চপেটাঘাত স্বরূপ শুল্কের ওপর নির্ভরশীল। কারণ, এ দেশগুলো বর্তমান বাণিজ্যযুদ্ধে অগ্রবর্তী অবস্থানে রয়েছে। ট্রাম্পের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা রবিবার বলেছেন, দোদুল্যমান বাজার অর্থনীতি ও চলমান বাণিজ্যযুদ্ধ মার্কিন অর্থনীতিতে কোন বিষয় নয়। এ অর্থনীতি ২০২০ সালে ও তারপরও চাঙ্গা থাকবে। ইউএসএ টুডে। হোয়াইট হাউসের শীর্ষস্থানীয় অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো রবিবার ফক্স নিউজকে বলেন, অর্থনীতিতে কোন মন্দার প্রভাব দেখা যাচ্ছে না। হোয়াইট হাউসে বাণিজ্যনীতি বিষয়ক পরিচালক পিটার ন্যাভারো রবিবার সানডে সংবাদ মাধ্যমকে একইভাবে বলেছেন, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা ভালভাবে অগ্রসর হচ্ছে এবং ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক গৃহীত পদক্ষেপসূহ বৈশিকে অর্থনীতিকে সক্রিয় রাখবে। ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল এ্যাভারেজ বুধবার এ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আংশিক কারণ বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা ও বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ। বাজার অর্থনীতি বৃহস্পতিবার দুপুরে ইতিবাচক অবস্থায় ফিরে আসে। কিন্তু একটা নিস্তেজভাব থেকে যায়। চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ অব্যাহত রয়েছে এখনও। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে বলেছে, তারা চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব করবেন যা সেপ্টেম্বরে কার্যকর হওয়ার কথা ছিল। কাডলো বলেন, আলোচনা অব্যাহত রয়েছে।
×