ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:০৭, ১০ আগস্ট ২০১৯

টুকরো খবর

যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে বিখ্যাত মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রের ওহাইও এবং টেক্সাসে বন্দুক হামলায় ৩১ জন নিহত হওয়ার পর সংস্থার পক্ষ থেকে এ সতর্ক বার্তা আসল। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বৃহস্পতিবার এ বিষয়ে সতর্ক বার্তা দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ভ্রমণকারীদের সর্বদা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাসহ আগ্নেয়াস্ত্রের বিষয়ে সতর্ক হওয়া উচিত বলে এ্যামনেস্টি মনে করে। মার্কিন সরকারের উচিত ভ্রমণকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং ভ্রমণ যেন সঙ্কটমুক্ত হয় সে চেষ্টা করা। -বিবিসি হজে গেলেন দুই ব্রিটিশ নারী এমপি হজে গেলেন দুই ব্রিটিশ নারী এমপি। ২০ লাখেরও বেশি হজযাত্রীর সঙ্গে শামিল হয়েছেন তারাও। এই দুই ব্রিটিশ নারী হলেন ছায়া বিচারমন্ত্রী ও বোল্টন সাউথইস্টের লেবার দলীয় এমপি ইয়াসমিন কুরেশী এবং ব্রাডফোর্ড ওয়েস্টের লেবার এমপি নাজ শাহ। তারা দু’জনই হজ ও ওমরা বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের সদস্য। ব্রিটেনের হজযাত্রীরা যাতে ভাল সুযোগ-সুবিধা পায় সেটা নিশ্চিতে সৌদি সরকারের সঙ্গে কাজ করেন তারা। -আরব নিউজ সহিংসতা দমনে ব্যর্থ ভারত নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা দমনে ব্যর্থ ভারত সরকার। ধর্ষণের শিকার এক কিশোরীর বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশটির ৪২ বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী। বিবৃতিতে তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা মোকাবেলায় ভারতের নেয়া পদক্ষেপে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। অভিযুক্তদের রক্ষার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে ক্ষমতাসীন বিজেপির নেতা কিংবা দলের সঙ্গে ঘনিষ্টদের। কাশ্মীরে ২০১৭ সালে আট বছর বয়সী এক শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনা থেকে কোন শিক্ষাই নেয়া হয়নি। ওই সময় ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির সমর্থনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছিলেন বিজেপির মন্ত্রীরা। -গার্ডিয়ান
×