ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ১১:২০, ৮ আগস্ট ২০১৯

ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু মোকাবেলায় ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভা কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান মন্ত্রী। এ সময় ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক মোতার হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ হিসাবে দিয়েছি, যাতে ডেঙ্গু মোকাবেলায় তারা আর্থিক ব্যয় করতে পারে। তেমনিভাবে অন্য সিটি কর্পোরেশগুলোর জন্য একই অংকের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে। সব মিলিয়ে সিটি কর্পোরেশনগুলোকে ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। তিনি বলেন, সাধারণত এডিস মশার প্রাদুর্ভাব হয় মার্চ-এপ্রিল থেকে এবং অক্টোবর-নবেম্বর পর্যন্ত স্থায়িত্ব হয়। আমরা মার্চ-এপ্রিল থেকে নিয়মিত এখানে সভা করেছি, দুই মেয়রকে নিয়ে সভা করেছি এবং করণীয়গুলো ঠিক করেছি এবং সে করণীয় অনুযায়ী কাজ করা হচ্ছে। উত্তর সিটি কর্পোরেশেনে তাৎক্ষণিকভাবে ১৬ শ’ নতুন লোক নিয়োগ করার ব্যবস্থা করেছি এবং দক্ষিণেও যে পরিমাণ লোকের দরকার, চাহিদা চাওয়া মাত্র দেয়ার ব্যবস্থা করেছি। এখানে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। কোথাও কোন ওষুধ পরিবর্তনের দরকার হয় তাৎক্ষণিকভাবে করার ব্যবস্থা করা হচ্ছে। কার্যকর ওষুধ যাতে ব্যবহার হয় সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওষুধ আমাদের মজুত আছে এবং নতুন করে ওষুধ আমদানির ব্যবস্থা করা হচ্ছে।
×