ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধিভুক্তি ঠিক রেখেই সমাধান চান সাত কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:৪৭, ৬ আগস্ট ২০১৯

অধিভুক্তি ঠিক রেখেই সমাধান চান সাত কলেজের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি ঠিক রেখেই সঙ্কটের সমাধান চান আন্দোলনরত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা। অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবির শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সাত কলেজের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হলে রাজধানী অচল করে দেয়া হবে। এদিকে সাত কলেজ নিয়ে সৃষ্ট সঙ্কটের স্থায়ী সমাধানে গঠিত কমিটির সময় ৩০ কর্মদিবস বৃদ্ধি করা হয়েছে। সোমবার ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা এ ঘোষণা দিয়েছেন। কলেজগুলোর শিক্ষার্থীদের পাঁচ দফা আন্দোলনের প্রধান সমন্বয়ক আবু বকর এ ঘোষণা দিয়ে বলেছেন, যদি কোন কুচক্রী মহলের প্রভাবে সাত কলেজ নিয়ে কোন প্রকার অবৈজ্ঞানিক বা হঠকারী সিদ্ধান্ত নেয়া হয় তাহলে সাত কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমে প্রয়োজনে গণআন্দোলনের ডাক দিয়ে সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত অবরোধ করে ঢাকা অচল করে দেব।
×