ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে ঢাকা কলেজে গ্রন্থপাঠ প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:০০, ৬ আগস্ট ২০১৯

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে ঢাকা কলেজে গ্রন্থপাঠ প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর ওপর আন্তঃকলেজ গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজসহ রাজধানীর ২০ কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণে টানা তৃতীয় বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসাইন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ, উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মোঃ আব্দুল কুদ্দুস শিকদার, যুগ্ম সম্পাদক অধ্যাপক আ ক ম রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ওবায়দুল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা মহানগরের বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ সোহরাব হোসাইন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে সচেতন ও জাগ্রত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন এবং নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। সঠিক লক্ষ্যে পৌঁছতে বঙ্গবন্ধু দিকনির্দেশনা দিয়েছেন। তার সেই দিকনির্দেশনা ও আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এদেশ তার স্বপ্নের জায়গায় তোমাদের পৌঁছে দিতে হবে। তাই তাকে জানার কোন বিকল্প নেই। তাকে জেনে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু কোন দলীয় বিষয় নয়। তিনি দলমত সব কিছুরই উর্ধে। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ঢাকা কলেজ এ আয়োজন শুরু করেছে। এই ভিন্ন আয়োজন সারাদেশে ছড়িয়ে পড়বে এটাই প্রত্যাশা। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তৃতীয়বারের মতো বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ২০১৮ ও ২০১৭ সালেও ঢাকা কলেজ এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা এক শিক্ষার্থী বলেন, বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বইটি না পড়লে জাতির জনক সম্পর্কে অনেক কিছুই জানতে পারতাম না। তাছাড়া লিখিত পরীক্ষা নেয়ার ফলে আমাদের রাইটিং স্কিলের উন্নতি হয়েছে। এমন একটি প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি সত্যিই আনন্দিত।
×