ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নেই বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে ॥ অধ্যাপক শহীদুল্লাহ

প্রকাশিত: ১২:৩৬, ৩ আগস্ট ২০১৯

মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নেই বঙ্গবন্ধুর  রক্তের ঋণ শোধ  করতে হবে ॥  অধ্যাপক শহীদুল্লাহ

গণতন্ত্রী পার্টি প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ^ দরবারে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই সম্মান গোটা বাংলাদেশের মানুষের। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেল তিনটায় গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অধ্যাপক শহীদুল্লাহ সিকদার আরও বলেন, মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন সেই বীর সৈনিকদের কথা স্মরণ রেখে আমাদের সকলকে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এর কোন বিকল্প নেই। আমরা বিশ^াস করি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ অবশ্যই একদিন উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে। কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এম এ গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, হাসান আলী, শেখ আঃ গনি ও আসাদুজ্জামান প্রমুখ।-বিজ্ঞপ্তি
×