ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু- গাসিক মেয়রের সচিব, স্ত্রী ও ভাগ্নি ঢামেকে ভর্তি

প্রকাশিত: ১২:২৫, ৩ আগস্ট ২০১৯

ডেঙ্গু- গাসিক মেয়রের সচিব, স্ত্রী ও ভাগ্নি ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা (প্রেষণে) ড. সেলিম শেখ এবং তার স্ত্রী ও সন্তানসহ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি ডেঙ্গু রোগের পরীক্ষা করালে প্রজেটিভ ধরা পড়ে। বর্তমানে তারা তিনজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ড. সেলিম শেখ জানান, গত মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক এক কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় নিজ শরীরে ডেঙ্গু রোগের সিমটম দেখে পিজি হাসপাতালে গিয়ে চিকিৎকের পরামর্শ নেই। পরীক্ষা করালে পজেটিভ ধরা পড়ে। এ ঘটনার পর আমার স্ত্রী ও এক সন্তানের ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে আমরা তিনজন রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে কখন কোথায় এ রোগে আক্রান্ত হয়েছি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। হাসপাতালে চিকিৎসাধীন ওই কর্মকর্তা রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
×