ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ডেঙ্গু পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারে ॥ আশঙ্কা মমতার

প্রকাশিত: ১০:১০, ৩ আগস্ট ২০১৯

 বাংলাদেশের ডেঙ্গু  পশ্চিমবঙ্গে  ছড়িয়ে পড়তে পারে ॥ আশঙ্কা মমতার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আশঙ্কা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ডেঙ্গুবাহী এডিস মশা ওপার বাংলায় ছড়িয়ে পড়তে পারে। ‘সবুজের অভিযান’ নামে এক কর্মসূচীতে পদযাত্রা শেষে নজরুল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। খবর আনন্দবাজারের। বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মমতা। সমাজের সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য এই মিছিল শেষে দেয়া বক্তৃতায় অন্য নানা প্রসঙ্গের পাশাপাশি ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশ আর আমাদের এক বর্ডার। সেখান দিয়ে মশা ঢুকতে পারে। বাংলাদেশে কামড় দিয়ে মশা ভারতে চলে আসতে পারে আবার এখানে কামড়ে ওখানে চলে যেতে পারে। এপার বাংলায় কামড়ে ওপার বাংলায় চলে যেতে পারে, আবার ওপার বাংলায় কামড়ে এপার বাংলায় চলে আসতে পারে।’ এদিকে দ্য ওয়ালের খবর অনুযায়ী, ২০১৭ সালে বসিরহাট, বাদুড়িয়ায় ডেঙ্গু কার্যত মহামারীর আকার নিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল সে সময়ে। তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ওগুলো সব বাংলাদেশের মশা। বর্ডার পেরিয়ে এসে কামড়াচ্ছে। আবার ফিরে যাচ্ছে।’ ইতোমধ্যেই পশ্চিমবঙ্গে ৭০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সব থেকে বেশি রোগী উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হাবরা এলাকার।
×