ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনে ১৩ দফা খুলনা ঘোষণা

প্রকাশিত: ০৯:০৬, ৩ আগস্ট ২০১৯

 দ্বিতীয় উপকূলীয়  পানি সম্মেলনে  ১৩ দফা খুলনা ঘোষণা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির ন্যায্যতা’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী ‘দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলন’ ১৩ দফা খুলনা ঘোষণার মধ্য দিয়ে শুক্রবার সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সমাপনী অধিবেশন আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের চিফ অব পার্টি রাকেশ কটাল। দ্বিতীয় অধিবেশনে খুলনা ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং সাংবাদিক শ্যামল দত্ত।
×