ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাঁচ শ’ কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ

প্রকাশিত: ১১:০৬, ১ আগস্ট ২০১৯

পাঁচ শ’ কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রায় ৫শ’ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি দক্ষতা ও সংরক্ষণ বৃদ্ধি কার্যক্রমে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে জাপানী প্রতিষ্ঠান মিৎসুবিশি রিসার্চ ইনস্টিটিউট আইএনসি। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে কমার্শিয়াল হাব হিসেবে রূপান্তর করতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন করা হচ্ছে। এর ফলে এ বিমানবন্দরে বড় বড় এয়ারক্রাফ্ট ওঠানামা করতে পারবে। তিনি বলেন, খেলাপী ঋণ আদায়ে আমরা একটি পথ বের করেছি। বিসমিল্লাহ গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করে ব্যবসা করার সুযোগ চেয়েছে তাদের একটি সুযোগ দেয়া হবে। এতে সবাই লাভবান হবেন।
×