ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৮:৩৪, ২৮ জুলাই ২০১৯

হবিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ জুলাই ॥ শনিবার দুপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করল বিকেজিসি গবঃ গালর্স হাইস্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক শুধাংশু কর্মকারের সভাপতিত্বে অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এডিসি (আইসিটি-শিক্ষা) মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ, সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি। আরও বক্তব্য রাখেন, কৃতী শিক্ষার্থী তানিয়া ইসলাম জেরিন, রত্মা সিদ্দিকা দেবনাথ, অভিভাবক এ্যাডভোকেট মুদ্দত আলী, শিক্ষক আব্দুল কবির ও শেখ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সিলেট বিভাগে ৩য় এবং হবিগঞ্জ জেলায় ১ম স্থান অধিকারী রত্না দিপিকা দেবনাথসহ জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত যথাক্রমে পিইসি পরীক্ষার্থী ৮০ জন, জেএসসি ৩৬ জন ও এএসসি ৭৯ জন, ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ‘খোলা চিঠি’ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী সানিয়া ইসলাম জেরিন, জাতীয় শিশু-কিশোর পুরস্কার প্রতিযোগিতা (মাটির কাজ) ১ম স্থান অধিকার করায় পারমিনা আশ্রাদ শৈলী, জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা ৩য় স্থান অধিকারী আনিকা তাবাচ্ছুম স্নেহার হাতে সম্মাননা ক্রেস্ট এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘কারাগারের রোজ নামচা’ ‘বাংলার সামাজিক ইতিহাসের ধারা’ ও ‘গণিতের রং হাসি-খুশি গণিতের বই’ নামক ৩টি বই সকল সংবর্ধিত শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়।
×