ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভারি বর্ষণ

পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন

প্রকাশিত: ০৯:২১, ৮ জুলাই ২০১৯

 পাহাড় ধসের শঙ্কায়  ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের  সরিয়ে নিচ্ছে প্রশাসন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণে চট্টগ্রামে জনজীবনে ছন্দপতন ঘটেছে। পাহাড় ধসের আশঙ্কায় সেখান থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে তৎপর হয়েছে প্রশাসন। রবিবার তাদের সরে যেতে মাইকিং করা হয়। পাশাপাশি নিম্ন আয়ের এই পরিবারগুলো বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। এদিকে, দেশের সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ী এলাকায় তৎপর ছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। ভূমি ধসের আশঙ্কায় মাইকিং করে সরে যেতে বলা হয় বসবাসকারীদের।
×