ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

‘আব্বাস’ রূপে নিরব

প্রকাশিত: ০৯:০৬, ৪ জুলাই ২০১৯

‘আব্বাস’ রূপে নিরব

পুরান ঢাকার অনাথ এক ছেলের নাম আব্বাস। বাবা-মা হীন জীবন তার। আজ এখানে কাল ওখানে কেটে যায় তার। যত্ন নেই, স্নেহ-মমতা নেই। নির্ঘুম অনাহারে অনিশ্চিত এক ভবিষ্যতের অপেক্ষায় বেঁচে থাকা তার। হঠাৎ একদিন সে পড়ে যায় ভয়ঙ্কর এক চক্রের হাতে। সেখানে আশ্রয়ে-প্রশ্রয়ে বেড়ে ওঠা আব্বাস এলাকার ত্রাস বনে যায়। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, প্রেম-ভালবাসা, রাজনীতি, সমাজের অবক্ষয় চিত্রসহ বাস্তব জীবনের অংশ তুলে ধরা হয়েছে ছবিতে। আব্বাস চরিত্রে অভিনয় করেছেন নিরব। মাস্তান আব্বাসের গুরু জয়রাজ। যিনি কমিশনার রহমান ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন আব্বাস ছবিতে। এলাকার ডন তিনি। আর তার হাত ধরেই রাজধানী ঢাকা শহরে ঠাঁই হয় আব্বাসের। রহমান ভাই কোলেপিঠে করে মানুষ করেন আব্বাসকে। এলাকার ডন বড় ভাই রহমানের ছত্রছায়ায় এক সময় এলাকার ত্রাস হয়ে ওঠেন তিনি। চমৎকার গল্পে বিনোদনে ভরপুর এক সিনেমা ‘আব্বাস’। পরিচালক যত্ন নিয়ে ছবিটি তৈরি করেছেন। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এ্যাকশন-রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘আব্বাস’। সাইফ চন্দন পরিচালিত এ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নিরব। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। এতে আরও অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ডন, শিমুল খান, স্বাধীন ও ইলোরা গহর প্রমুখ। আগামীকাল (৫ জুলাই) সারাদেশে ছবিটি মুক্তি পাচ্ছে। অবশ্য আগেই বেশ জাঁকজমক প্রচার শুরু হয়েছে ছবিটির। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৮ জুন) চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে। এতে ভিন্ন রকম এক নিরবকে দেখা গেল। ঢাকাইয়া লুক ও দুর্দান্ত এ্যাকশনে চমকে দিয়েছেন এই অভিনেতা। দুই নায়িকার সঙ্গে তার নাচও নজর কেড়েছে। ট্রেলার প্রকাশের পর ভক্তদের ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। আলোচনায় এসেছে তার মুখের সংলাপ ‘এই শহরে ২০ বছর ঘুমায় না আব্বাস’। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে তামিল ছবির নকলের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রসঙ্গে নিরব বলেন, ‘না এটি কোন নকল ছবি না। যারা প্যানেলে ছবিটি দেখেছে তারা জানে এটা কেমন হয়েছে। আর ৫ তারিখ হলে গিয়ে দেখলেই সবাই বুঝতে পারবেন। ফাস্ট লুক দেখে কিভাবে নকলের অভিযোগ করে? আমি বলবো, সবাই হলে এসে ছবি দেখে সমালোচনা করুন। ‘আব্বাস’- এ নিজেকে ভেঙ্গে নতুন করে আবিষ্কার করেছি। যা দর্শক ছবিটি দেখলেই বুঝতে পারবে। তারা নতুন এক নিরব কে খুঁজে পাবে। ফাস্ট লুক ও ট্রিজার দেখে সবাই প্রশংসা করছেন। সবাই হলে গিয়ে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্য নিরব বলেন, ‘সবাইকে বলব, আপনারা সিনেমা হলে এসে ছবি দেখুন। তা হলে আমরাও নতুন নতুন সিনেমা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। আমাদের দেশের চলচ্চিত্র এখন অনেকটাই হুমকির মুখে। কারণ দর্শক সিনেমা হলে তুলনামূলকভাবে কম আসছে। আমি মনে করি, দেশে অনেক ভাল সিনেমা নির্মাণ করা সম্ভব, যদি দর্শক হলে এসে ছবি দেখে। আমি সবাইকে বলব, আপনারা সিনেমা হলে আসবেন এবং ছবিটি দেখবেন।’
×