ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গায়ে কেরোসিন ঢেলে নারীর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৪৮, ১ জুলাই ২০১৯

 রাজধানীতে গায়ে কেরোসিন ঢেলে নারীর আত্মহত্যা

বিডিনিউজ ॥ রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এক তরুণী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রবিবার সন্ধ্যায় শর্বরী (২২) নামে ওই নারীর মৃত্যু ঘটে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম বলেন, ‘স্বামী হোটেল কর্মচারী আবদুল করিমের ওপর রাগ করে দুপুরে নিজ ঘরের দরজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সে।’ গুরুতর আহত অবস্থায় শর্বরীকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে নেয়া হয়েছিল। ভর্তির পর বার্ন ইউনিটের মেডিক্যাল অফিসার ডাঃ ফারুক হোসেন দিদার জানিয়েছিলেন, শর্বরীর শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শর্বরী মারা যান। শর্বরীর ভাই সাব্বির হোসেন ঢাকা মেডিক্যালে সাংবাদিকদের জানান, ক্যাম্পের ৫ নম্বর সেক্টরের একটি ঘরে তার বোন ও ভগ্নিপতি থাকতেন। শর্বরী বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
×