ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চবির ৩৩৯ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত: ০৮:৫৮, ২৮ জুন ২০১৯

 চবির ৩৩৯ কোটি  টাকার বাজেট অনুমোদন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদিত হয়েছে বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৫৫তম যৌথ সভায়। বৃহস্পতিবার সকালে উপাচার্য দফতরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। একই সভায় পূর্ববর্তী বছরের সংশোধিত বাজেট ৩৩৪ কোটি ৩৭ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন লাভ করে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শিরীন আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্ষদের আন্তরিক ও সার্বিক সহযোগিতায় উপ-উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়েছি। কুমিল্লা নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০১৯-’২০ অর্থবছরের জন্য ৩৪৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৪৩ দশমিক ১৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩১০ কোটি ৯ লাখ ৪৩ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩২৭ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা। বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু। শেরপুর নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নতুন করে কোন প্রকার করারোপ ছাড়াই বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম শেরপুর পৌরসভায় ২০১৯-২০২০ অর্থবছরে ১২৬ কোটি ৭৪ হাজার ৭১৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর অডিটরিয়াম মিলনায়তনে নাগরিক ও সুশীল সমাজসহ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ওই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ১৩ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫২১ টাকা আয় ও ১২ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে সরকারী মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন, অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, ডিপিপি, জলবায়ু প্রকল্প ও মূলধনসহ ১০৯ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার ৮৫৪ টাকা আয় এবং ওইসব খাতে মোট ১০৬ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এতে বাজেটে সর্বমোট ১১৮ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা ব্যয় বাদে উদ্বৃত্ত ধরা হয়েছে ৭ কোটি ৯২ হাজার ৭১৫ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান।
×