ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী উদ্বোধনের ৮ মাস পরও সেতুতে নেই নামফলক

প্রকাশিত: ০৭:৫৮, ২৮ জুন ২০১৯

প্রধানমন্ত্রী উদ্বোধনের ৮ মাস পরও সেতুতে নেই নামফলক

শেখ আবদুল আওয়াল, গফরগাঁও থেকে ॥ ২০১৮ সালের ২ নবেম্বর জেলা আওয়ামী লীগ আয়োজিত ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে জনসভা থেকে উন্নয়ন কর্মকা-ের ময়মনসিংহ বিভাগের ১০১টি প্রকল্পের সঙ্গে গফরগাঁও উপজেলার সালটিয়া-হাজীগঞ্জ-দেওয়ানগঞ্জ বাজার সড়কের পুরাতন ব্রহ্মহ্মপুত্র নদের ওপর ৮১০ মিটার দীর্ঘ পিসি বক্স গার্ডার ব্রিজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৮ মাস পার হলেও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ সেতুতে প্রধানমন্ত্রীর উদ্বোধনের নামফলক আজও স্থাপন করা হয়নি। এ নিয়ে গফরগাঁও উপজেলাসহ অত্র অঞ্চলের সাধারণ মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত বুধবার সরেজমিনে গেলে দেখা যায় এ দৃশ্য। জানা যায়, গফরগাঁও উপজেলার সালটিয়া-হাজীগঞ্জ- দেওয়ানগঞ্জ বাজার সড়কের পুরাতন ব্রহ্মহ্মপুত্র নদের ওপর নির্মিত ৮১০ মিটার দৈর্ঘের সেতু স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সেতু নির্মাণের বড় প্রকল্প। ২০১১ সালের ৩১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গফরগাঁও এসে এই সেতু নির্মাণের উদ্বোধন করেন। তখনকার ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিঃ-পারিশা (জেবি) প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে ৮১০ মিটার দীর্ঘ এবং ৯.৭ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণ করে। এই সেতুটি দিয়ে গফরগাঁও, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর, তারাইল, পাকুন্দিয়া ও কিশোরগঞ্জ সদর এবং নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সাধারণ মানুষ যাতায়াত করে। ২০০৮ সালের শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা অনুযায়ী ২০১০ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করে। ২০১৩ সালের শেষের দিকে সেতুটি নির্মাণ হলে অঞ্চলের নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় এবং গফরগাঁওবাসীর যাতায়াতের জন্য প্রায় ৮৫ কিলোমিটার দূরত্ব কমে যায়। সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার সময় সেতুর ২ পাশে দুইটি নামফলক স্তম্ভ নির্মাণ করা হয়। উদ্বোধনের প্রায় ৮ মাস অতিবাহিত হলেও স্তম্ভ দুটি এখনও খালি পড়ে আছে। সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার মানুষের মনে প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরও এ সেতুতে নামফলক নেই কেন! এই নিয়ে এ অঞ্চলের মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
×