ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রিক্সা চালক নিহত

প্রকাশিত: ১০:৩৮, ১৫ জুন ২০১৯

 তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রিক্সা চালক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় আরদ আলী (৪০) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহত আরদ আলীর গ্রামের বাড়ি শেরপুরে। ঘটনার পর পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে। তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন প্রধান বলেন, শুক্রবার বিকেল ৩টার দিকে ফার্মগেটের মনিপুরীপাড়া এলাকায় রিক্সা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে আর্ক ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিক্সাচালক আরদ আলী নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এরপর তার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মাদকশ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ ওবায়দুর রহমান জানান, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা রাজধানীর ৪৯ থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৭৩ ইয়াবা, ৫২০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ডিসি ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ মামলা করা হয়েছে।
×