ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিহত ১২, পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত

ভার্জিনিয়ায় সরকারী ভবনে বন্দুকধারীর গুলি

প্রকাশিত: ১০:৪৮, ২ জুন ২০১৯

ভার্জিনিয়ায় সরকারী ভবনে  বন্দুকধারীর গুলি

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারী ভবনে শুক্রবার এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটিতে দীর্ঘদিন ধরে কাজ করা এক সরকারী কর্মী বলে জানিয়েছে পুলিশ। তবে বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি; পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর তারও মৃতদেহ পাওয়া গেছে। -বিবিসি ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কারভেরা জানান, ভার্জিনিয়ার মিউনিসিপাল সেন্টারে বিকেল চারটার কিছু পরে শুরু হওয়া এ ‘ম্যাস শুটিংয়ে’ এক পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। ওই মিউনিসিপাল সেন্টারে শহর কর্তৃপক্ষের বেশ কয়েকটি ভবন অবস্থিত। গুলির খবর পেয়েই পুলিশ ভবনগুলো ঘিরে ফেলে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনার কাজ শুরু করে। বন্দুকধারী পরে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। সরকারী ভবনে বন্দুকধারীর হামলার কথা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ঘটনাটির তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ভার্জিনিয়া বিচের মেয়র রবার্ট ডায়ার বলেন, শহরের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক দিন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে রওনা হওয়ার কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গবর্নর রালফ নর্থহাম। পুলিশ জানিয়েছে, কোন প্রকার বাছবিচার না করেই সরকাররী সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে গুলি চালিয়েছে বন্দুকধারী। হামলাকারী একাই ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে। ওই এলাকাটি এখন বন্ধ করে দিয়েছে পুলিশ। কর্মীদের ওই ভবনটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় টেলিভিশন ওয়েভিকে ভবনটির প্রশাসনিক সহযোগী মেগান ব্যানটন বলেন, আমরা লোকজনকে ভয়ে আতঙ্কিত হয়ে ও চিৎকার করে নিচে লুকাতে দেখি। একজনকে গুলিবিদ্ধ হয়ে একটি গাড়ির বাইরে পড়ে থাকতে দেখেছি। অপর লোকদের সরকারী ভবনটির তিনটি তলায় পাওয়া যায়। পুলিশ প্রধান কারভেরা জানান, চারজন পুলিশ কর্মকর্তা ভবনটির ভেতরে প্রবেশ করে ও তারা বন্দুকধারীর অবস্থান চিহ্নিত করে দ্রুতই তাকে ব্যস্ত রাখার চেষ্ট করতে থাকে। পরে তিনি গুলিতে নিহত হন। ঘটনাস্থল যুদ্ধাবস্থার মতো হয়ে ওঠে। পুলিশ বন্দুকধারীর পাশ থেকে একটি রাইফেল ও একটি হ্যান্ড গান পায়। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইন টুইটারে জানান, ভার্জিনিয়া বিচ এলাকায় মর্মস্পর্শী বন্দুক হামলার ঘটনার কথা শুনে তিনি খুবই বিধ্বস্ত হয়ে আছেন। তিনি বলেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের কাছে রয়েছে আমার মন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহরটির মেয়র রবার্ট ডেয়ার বলেন, ভার্জিনিয়া বিচ শহরের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দিন হচ্ছে এটি। ভার্জিনিয়ার গবর্নর রালফ নর্থহাম ঘটনাকে শহর ও অঙ্গরাজ্যের সবচেয়ে শোকাবহ দিন বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এটি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ১৫০তম ব্যাপক গুলিবর্ষণের ঘটনা।
×