ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৯:৪১, ৩১ মে ২০১৯

 ঝলক

ব্যতিক্রমী প্রেসিডেন্ট সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। ক্ষমতায় আসার পরপরই তিনি দেশটির মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন প্রত্যেকেই তাদের অফিসে প্রেসিডেন্টের ছবি না ঝুলিয়ে নিজেদের সন্তানের ছবি ঝোলান। শপথ নেয়ার পর প্রথম ভাষণে এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ‘আপনাদের অফিসে আমি আমার ছবি ঝুলন্ত অবস্থায় দেখতে চাই না। প্রেসিডেন্ট কোন প্রতিমা বা আইকন নয়। বরং, অফিসে নিজের সন্তানদের ছবি ঝুলিয়ে রাখুন। যাতে করে যে কোন সিদ্ধান্ত নেয়ার সময় সেদিকে একবার চোখ পড়ে আপনাদের।’ জেলেনস্কি আরও বলেন, ‘আমরা দেশকে সব রকম সম্ভাবনা দিয়ে নতুন করে গড়ে তুলব। যেখানে আইনের চোখে সবাই হবে সমান। শাসনকাজ চলবে সততা ও স্বচ্ছতার সঙ্গে। তা বাস্তবায়ন করতে আমাদের প্রয়োজন জনগণের শাসন, যারা জনগণের জন্য কাজ করবে।’ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর এই কৌতুকাভিনেতা জনগণের উদ্দেশে বলেছিলেন, ‘নির্বাচনে বিজয়ের পরও আমি কখনই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না। আপনারা যে দায়িত্ব আমাকে দিলেন আমি তা পালনের চেষ্টা করব।’ প্রসঙ্গত, রাজনীতির মাঠে নামার অভিজ্ঞতা ছাড়াই জেলেনস্কি নির্বাচনে জয়ী হন। আনাড়ি এই প্রেসিডেন্ট একবার টেলিভিশনে মজা করে প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন। মানুষ মুগ্ধ হয়েছিলেন তার সেই অভিনয় দেখে। তিনি দেশটির একজন জনপ্রিয় কৌতুকাভিনেতা।-ইয়াহু নিউজ চামড়া ও স্বর্ণের ল্যাপটপ ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘স্পেশাল এডিশন’ ল্যাপটপ উন্মোচন করেছে আসুস। নতুন জেনবুক এডিশন ত্রিশে ব্যবহার করা হয়েছে সাদা চামড়ার লিড কাভার ও ১৮ ক্যারেটের স্বর্ণের লোগো। নতুন লোগোটি দেখতে অনেকটাই স্টার ট্রেকের স্টারফ্লিট ইনসিগনিয়ার মতো। বিশেষ সংস্করণের এই ল্যাপটপের পুরোটাই চামড়া দিয়ে মোড়ানো হয়নি বা হাইব্রিড নক্সা করা হয়নি। ফলে সাধারণ ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে এটি। আসুস চেয়ারম্যান জনি শি বলেন, প্রতিটি জেনুইন লেদারের টুকরা হাতে বাছাই করা। প্রতিটি প্যানেল কাভার একজন মাস্টার টেইলরকে দিয়ে সেলাই করা। বিশেষ সংস্করণের এই ল্যাপটপের সঙ্গে কিছু বাড়তি যন্ত্রাংশও দিচ্ছে আসুস। এর মধ্যে রয়েছে পার্ল হোয়াইট মাউস এবং লেদার স্লিভ। ১৩ ইঞ্চি পর্দার জেনবুক এডিশন ৩০-এর ভেতরে দেয়া হয়েছে অষ্টম প্রজন্মের কোর আই৭ প্রসেসর। এর সঙ্গে রয়েছে এনভিডিয়া জিফোর্স এমএক্স ২৫০ গ্রাফিক্স কার্ড এবং ১৬ গিগাবাইট পর্যন্ত র‌্যাম ও পিসিআইই স্টোরেজ। নতুন এই ল্যাপটপটিতে দেয়া হয়েছে স্ক্রিনপ্যাড, যা ট্র্যাকপ্যাডের মধ্যেই আরেকটি পর্দা দেখাবে।-ভার্জ
×