ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশিত: ১০:০০, ২১ মে ২০১৯

 মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু  নিহত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ মে ॥ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী লাবনী নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা হানিফ আকন (৩০) ও মা সোনিয়া আক্তার (২৪) আহত হয়েছে। এ সময় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে ফরিদপুরগামী একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই লাবনী মারা যায়। স্থানীয়রা শিশুর বাবা-মাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুর বাবাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। . গোবিন্দগঞ্জে ভ্যান চালক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার দ্রুতগামী ট্রাকের ধাক্কায় শফি আলম বাবু (২৫) নামের এক রিক্সাভ্যান চালক নিহত হয়েছে। সে ওই উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের ফজল আলমের ছেলে। স্থানীয়রা জানায়, চাল বোঝাই ভ্যান নিয়ে শফি আলম গোবিন্দগঞ্জ উপজেলা শহরের দিকে যাওয়ার সময় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার রিক্সাভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। . নেত্রকোনায় কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কেন্দুয়া উপজেলায় ইজিবাইক উল্টে তোফায়েল আহমেদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কেন্দুয়া-ব্রাহ্মনজাত সড়কের চন্দ্রগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই উপজেলার ব্রাহ্মনজাত গ্রামের রাশিদ খানের ছেলে। সে কেন্দুয়া সরকারী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
×