ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিক্ষুকমুক্ত ঘোষণা

প্রকাশিত: ০৯:০৬, ১৯ মে ২০১৯

 ভিক্ষুকমুক্ত ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ মে ॥ ভিক্ষুক পুনর্বাসন ও ভালুকা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার লক্ষ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্যে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সকল ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পরিষদ মুক্তমঞ্চে উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু উপস্থিত থেকে একশত তিন ভিক্ষুককের মাঝে ৮৫ জনকে ছাগল, ৫ জনকে ভ্যানগাড়ি, ২টি বসতঘর এবং ৮জনকে ব্যবসার জন্য চা বিক্রির সামগ্রী, ও ৩ জনকে কাপড় ব্যবসার জন্য শাড়ি কাপড়, লুঙ্গি গামছা বিতরণ করেন।
×