ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

প্রকাশিত: ১১:২২, ১৫ মে ২০১৯

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের ভজনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশী এলাকা লক্ষ্য করে চালানোর ঘটনায় সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তের মেইন পিলার ৪২৯-এর ৩ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশী গ্রাম লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে বাংলাদেশী কেউ হতাহত না হলেও কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছে মর্মে সীমান্তবাসী সূত্রে খবর পাওয়া গেছে। গুলির ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিজিবির পক্ষ থেকে ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়ে চিঠি দেয়া হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফ্ল্যাগ মিটিংয়ে সাড়া দেয়নি বিএসএফ। পঞ্চগড় ১৮ বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে গরু চোরাচালান হচ্ছিল এমন খবরে বিজিবির ভজনপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
×