ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে ওঠার লড়াই আজ টাইগারদের

প্রকাশিত: ১১:১১, ১৩ মে ২০১৯

 ফাইনালে ওঠার লড়াই আজ টাইগারদের

মিথুন আশরাফ ॥ ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আবার সিরিজে এই দুই দল মুখোমুখি হচ্ছে আজ। ম্যাচটি ডাবলিনের ম্যালাহাইডের দ্য ভিলেজ মাঠে বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায় শুরু হবে। ত্রিদেশীয় সিরিজে আর দুটি ম্যাচ বাকি আছে। আয়ারল্যান্ডে এই সিরিজে দুটি দল খেলবে ফাইনালে। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে উঠে গেছে। আজ ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশও ফাইনালে খেলা নিশ্চিত করবে। সিরিজে একেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। পরস্পরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হবে। ওয়েস্ট ইন্ডিজ তিনটি ম্যাচ খেলে ফেলেছে। স্বাগতিক আয়ারল্যান্ডকে প্রথম ম্যাচে ১৯৬ রানে উড়িয়ে দেয়ার পর আবার আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তারা মাঝপথে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরেছে। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতলেই ৪ পয়েন্ট মিলে। বড় ব্যবধানে জিতলে সঙ্গে মিলে ১ বোনাস পয়েন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১ পয়েন্ট বোনাস নিয়ে জিতে ৫ পয়েন্ট পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আরেকটি ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আজকের ম্যাচটির আগেই ১৭ মে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ বাংলাদেশের বিপক্ষে হারলেও ওয়েস্ট ইন্ডিজের কোন ক্ষতি নেই। ফাইনালে খেলা আগেই নিশ্চিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়নি। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতায় ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি না হওয়ায় ২ পয়েন্ট পেয়েছে। ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আয়ারল্যান্ড তিন ম্যাচ খেলে দুটিতে হারায় আছে পুরোদমে বিপাকে। দলটি এক ম্যাচ না হওয়ায় ২ পয়েন্ট পেয়েছে। ফাইনালে যাওয়ার আশা নেই বললেই চলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে আয়ারল্যান্ডের বিদায় ঘণ্টা বাজবে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ফাইনালে খেলবে। দুই দলের মধ্যে বাংলাদেশই ফেবারিট। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ আকাশচুম্বি নৈপুণ্য দেখিয়েছে। কিন্তু সেই নৈপুণ্য বাংলাদেশের কাছে এসে ফিকে হয়ে যাচ্ছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ম্যাচে যেমন ক্যারিবীয়রা পাত্তাই পায়নি। এবারও কী তাই হবে? তাহলেই বাংলাদেশের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে। সেই সঙ্গে আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে আরও আত্মবিশ্বাস বাড়বে বাংলাদেশের।
×