ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর মহানুভবতা

প্রকাশিত: ০৯:৫১, ১১ মে ২০১৯

 প্রধানমন্ত্রীর মহানুভবতা

তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশ চালানোর শত ব্যস্ততা। এরপরও সপ্তাহে একটি দিন বের করেন জনগণকে চিকিৎসা সেবা দেয়ার জন্য। প্রতি সপ্তাহে ছুটির দিনে তিনি নিজ দেশের হাসপাতালে যান। শুরু করেন চিকিৎসা সেবা। তিনি হলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তার সাপ্তাহিক ছুটির দিন শনিবার তিনি ছুটে যান দেশটির ন্যাশনাল রেফারেল হাসপাতালে। গায়ে জড়িয়ে নেন এ্যাপ্রোন। পঞ্চাশ বছর বয়সী এই মানুষটি হাতে তুলে নেন স্ক্যালপেল। সারেন কোন না কোন রোগীর অস্ত্রোপচারও। হাসপাতালের ব্যস্ত করিডোর ধরে পায়চারী করেন প্রধানমন্ত্রী। নার্স ও হাসপাতালের অন্যরা স্বাভাবিকভাবেই তাদের কাজ করে যান। হাসপাতালে প্রধানমন্ত্রীকে দেখে ভুটানের জনগণ চোখ কপালে তোলে না। কারণ এতে তারা অভ্যস্ত। ভুটানের রাজতন্ত্রের সমাপ্তি হয় ২০০৮ সালে। ২০১৮ সালে সাড়ে সাত লাখ মানুষের ভোটে প্রধানমন্ত্রী হন শেরিং। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হলেও ডাক্তারী করাটা আমার কাজ। এ কাজ এতই ভাল লাগার যে, এ কাজ আমার অবসর সময়ের সঙ্গী। -ইয়াহু নিউজ
×