ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রেতা সেজে অভিযান ॥ তিন কসাইকে অর্থদন্ড

প্রকাশিত: ১০:৩২, ১০ মে ২০১৯

 ক্রেতা সেজে অভিযান ॥ তিন কসাইকে অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৯ মে ॥ হাটহাজারী সদরে গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাংস বিক্রির অপরাধে বৃহস্পতিবার সকালে ৩ দোকানিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, এখন থেকে হাড়যুক্ত মাংস সর্বোচ্চ ৫৫০ টাকা এবং হাড় ছাড়া মাংস সর্বোচ্চ ৬০০ টাকায় বিক্রি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভ্রাম্যমাণ আদালতে মাংস বিক্রেতাদের দন্ড প্রদান করা হবে বলেও তিনি জানান। এর আগে ক্রেতা সেজে মাংস বাজারে যান এ নির্বাহী কর্মকর্তা। মাংস বিক্রেতা দাম হাঁকেন ৭০০ টাকা প্রতি কেজি। দর কষাকষিতে দোকানি বলেন ঠিক দাম ৬৫০ টাকা, অবশিষ্ট ৫০ টাকা ক্রেতাকে (নির্বাহী কর্মকর্তা) সম্মান দেয়া হবে। এর পরেই শুরু করেন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম।
×