ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৪৫ বছর পর

প্রকাশিত: ০৮:৪০, ৪ মে ২০১৯

  ৪৫ বছর পর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা সম্প্রতি শহরটির প্রখ্যাত দ্য সানিভেল পাবলিক লাইব্রেরিতে একটি বই ফেরত দিতে আসেন। বইটি হাতে পাওয়ার পর এটির সর্বশেষ চেক আউটের তারিখ দেখে লাইব্রেরি কর্তৃপক্ষের চক্ষু চড়ক গাছ। কারণ ৪৫ বছর পর আগে বইটি নেয়া হয়েছিল। মিটগেট মনিটরিং এ্যান্ড কার্টিং নামের বইটি ১৯৬১ সালে ছাপা হয়েছিল। বইটি গাড়ি তৈরির কৌশল নিয়ে লেখা। রবার্ট সামাডার্ফ নামের এই ব্যক্তি বলেন, ছোটবেলায় গাড়ি তৈরির ওপর আমার ঝোঁক ছিল। তাই বইটি নিয়েছিলাম। কিন্তু আমার গাড়ি তৈরির সেই স্বপ্ন পূরণ হয়নি। -ইউপিআই
×