ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শতরজনীর নাট্যমেলায় আজ ‘টু ইডিয়েটস’

প্রকাশিত: ০৮:৩১, ৪ মে ২০১৯

শতরজনীর নাট্যমেলায় আজ ‘টু ইডিয়েটস’

স্টাফ রিপোর্টার ॥ নাট্য সংগঠন নাট্যতীর্থের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শতকে বিদ্যমান সহস্রের আহ্বান’ স্লোগানে চলছে ‘শতরজনীর নাট্যমেলা’। মেলার চতুর্থ দিন আজ শনিবার কক্সবাজার থিয়েটারের ‘টু ইডিয়েটস’ নাটকটি মঞ্চস্থ হবে। রুশ গল্পকার আন্দ্রে সালতিকভ শ্চেদ্রিনের ছোটগল্প অবলম্বনে প্রখ্যাত নাট্যকার চন্দন সেনের ‘দুই হুজুরের গপ্পো’ নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য্য। এছাড়া আজ বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘বাংলাদেশের শতরজনী অতিক্রান্ত মঞ্চনাটক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যকার মাহফুজা হিলালী। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় নাট্যজন ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। ‘শতরজনীর নাট্যমেলা’য় অংশ নিচ্ছে নাট্যতীর্থ, প্রাচ্যনাট, চট্টগ্রামের নান্দিকার এবং কক্সবাজার থিয়েটার। উৎসবে নাট্যতীর্থের দুটি এবং অন্যদলগুলোর একটি করে নাটকের শততম মঞ্চায়ন হচ্ছে। নাট্যতীর্থের দল প্রধান তপন হাফিজ এ উৎসব প্রসঙ্গে বলেন, ‘শতরজনীর নাট্যমেলা’ শীর্ষক ব্যতিক্রমী এই নাট্যমেলা ইতোমধ্যে জমে উঠেছে। আজ নাট্যমেলার চতুর্থ দিন। আজ সন্ধ্যা ৭টায় কক্সবাজার থিয়েটারের ‘টু ইডিয়েটস’ নাটকটি মঞ্চস্থ হবে। তার আগে বিকেল ৪টায় রয়েছে ‘বাংলাদেশের শতরজনী অতিক্রান্ত মঞ্চনাটক’ শীর্ষক সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নাট্যকার, নাট্যজন মাহফুজা হিলালী। আশা করছি বিগত তিনদিনের মত এ দু দিনও দর্শকরা আমাদের সাথেই থাকবেন। নাট্যমেলার প্রথম দিন প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, দ্বিতীয় দিন চট্টগ্রামের নান্দিকার ‘জ্ঞান বৃক্ষের ফল’ এবং গতকাল শুক্রবার নাট্যতীর্থের ‘কমলা সুন্দরী’ নাটক মঞ্চস্থ হয়। আজ কক্সবাজার থিয়েটারে ‘টু ইডিয়েটস’ এবং আগামীকাল এবং নাট্যতীর্থের ‘দ্বীপ’ নাটকের শততম মঞ্চায়ন হবে। ‘শতরজনীর নাট্যমেলা’য় পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অপটিমাম। উৎসবের উদ্বোধনী নাট্যতীর্থের সুহৃদ বন্ধুদের বিশেষ সম্মাননা দেয়া হয়। এরা হলেন শহিদুল আলম সাচ্চু, এনায়েত মাওলা জিন্নাহ, কামাল উদ্দীন কবির, বৃন্দাবন দাস ও কাজী শিলা সুলতানা। এছাড়া উৎসবের সমাপনী দিন আগামীকাল বাংলাদেশের শততম মঞ্চায়ন করেছে এমন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হতে শততম মঞ্চায়ন পর্যন্ত অংশ নিয়েছে এমন নাট্যকর্মীদের মধ্য থেকে ১০ জনকে ‘শতরজনী সম্মাননা’ দেয়া হবে। সম্মাননার জন্য মনোনীতরা হলেন থিয়েটারের মারুফ কবীর নাটক ‘মেরাজ ফকিরের মা’, ঢাকা থিয়েটারের শতদল বড়ুয়া নাটক ‘কীত্তনখোলা’, নাট্যকেন্দ্রের ইকবাল বাবু নাটক ‘বিচ্ছু’, ঢাকা পদাতিকের দেবাশীষ ঘোষ নাটক ‘এই দেশে এই বেশে’, নাগরিক নাট্য সম্প্রদায়ের মোঃ ফকরুজ্জামান চৌধুরী নাটক ‘রক্তকরবী’, নাট্যচক্রের তুলিকা চৌধুরী নাটক ‘ভদ্দরনোক’, শূন্যনের মোমেনা চৌধুরী নাটক ‘লাল জমিন’, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের হৃদি হক নাটক ‘প্রাগৈতিহাসিক’, মহাকাল নাট্য সম্প্রদায়ের পলি বিশ্বাস নাটক ‘শিখ-ী কথা’ এবং লোক নাট্যদলের খাদিজা মোস্তারী মাহিন নাটক ‘মুজিব মানে মুক্তি’। গত ১মে বুধবার থেকে শুরু হওয়া এ নাট্যমেলা আগামীকাল কাল রবিবার শেষ হবে। গত ১ মে নাট্যমেলার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়োজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যতীর্থের দল প্রধান তপন হাফিজ। এছাড়া উৎসবে বিভিন্ন দিন উপস্থিত থাকবেন মঞ্চ সারথী আতাউর রহমান, মামুনুর রশীদ, আহমেদ ইকবাল হায়দার ও লাকী ইনাম।
×