ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যস্ত সড়কে এ্যানাকোন্ডা

প্রকাশিত: ১১:২৫, ১ মে ২০১৯

ব্যস্ত সড়কে  এ্যানাকোন্ডা

ব্যস্ত সড়কে নিজস্ব গতিতে ছুটছে গাড়ি, পথ চলছেন পথচারী। সবকিছুই স্বাভাবিক ছিলো। তার মধ্যে হঠাৎই থমকে দাঁড়ালেন সবাই। কিছু সময়ের জন্য নিজেদের গন্তব্য ভুলে সবার নজর একদিকে। ১০ ফুট লম্বা এক এ্যানাকোন্ডার সড়ক পার হওয়া দেখে সেদিকেই তাকিয়ে। সম্প্রতি ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় রোদোনিয়ার পোর্তো ভেলে সড়ক পার হচ্ছিলো ১০ ফুট লম্বা এক এ্যানাকোন্ডা। সাপটি সড়কের একপাশ থেকে আরেকপাশে যেতে ডিভাইডার পর্যন্ত টপকায়। এ দৃশ্য দেখে সাপটিকে সড়ক পার হওয়ার জন্য ওই সময় থেমে যায় সব গাড়ি। আর এ সময় হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরায় কেউ ছবি তুলে, কেউবা সে দৃশ্যের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন। গত ২২ এপ্রিল ছড়িয়ে দেয়া ভিডিওটি এরইমধ্যে ২০ লাখের বেশি ভিউ হয়েছে। জঙ্গল থেকে সাপটির লোকালয়ে চলে আসার বিষয়ে এক জীববিজ্ঞানী বলেন, মূলত খাবারের সন্ধানেই সে পথ হারিয়েছে। সাপটির ওজন আনুমানিক ৬৬ পাউন্ড বলেও জানান তিনি। অ্যামাজন রেইনফরেস্টের এ্যানাকোন্ডা লম্বায় ২৫ ফুটের বেশি হতে পারে, আর ওজন হতে পারে ৫০০ পাউন্ডের বেশি।-ইয়াহু নিউজ
×